জাতীয় পরিচয়পত্র সংশোধন বিষয়ক বার্তা

জাতীয় পরিচয়পত্র সংশোধন একটি পর্যায়ক্রমিক (Step by step) প্রক্রিয়া। প্রতিটি পর্যায়ে (Step) আবেদনকারীকে SMS দেয়া হয়। সংশোধনের ধরণ এবং ডকুমেন্টের (দলিলাদি / কাগজপত্র) প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্রমানুসারে আবেদন নিষ্পত্তি করেন।

নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত অফিসার ব্যাতিত অন্য কোন কর্মচারী/কম্পিউটার দোকানদারের পক্ষে সংশোধনসহ কোন ধরণের NID’র আবেদন নিষ্পত্তি করা সম্ভব নয় ।

১১৫/২৩০/৩৪৫ টাকা (আবেদনের ধরণের উপর নির্ভর করে) সরকারি খরচ (bkash / Rocket) দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট (দলিলাদি ) / কাগজপত্রসহ অনলাইনে (Services.nidw.gov.bd) আবেদন করুন। আবেদন করা মানেই সংশোধন হয়ে যাওয়া নয়, সংশোধনের চূড়ান্ত অনুমোদন দেবে বাংলাদেশ নির্বাচন কমিশন

বিঃদ্রঃ নির্বাচন অফিসে কোন আর্থিক লেনদেন হয় না। সকল প্রকার ফিব্যাংকে/মোবাইল ব্যাংকিংয়ের (bkash/Rocket) মাধ্যমে জমা দিন।

Similar Posts

8 Comments

        1. * শিক্ষা সনদ

          * জন নিবন্ধন সনদ (অনলাইন কপি)

  1. জন্ম তারিখ: ৫/১২/২০০৪
    কিন্তু এখানে ভুল তারিখ দেওয়া হয়েছে ৫/১০/২০০৫

    1. প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশোধন এর জন্য আবেদন করুন অনলাইনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *