পেতে পূনরায় দিতে হবে ১০ আঙ্গুলের ছাপ

পুরাতন ভোটার যাদের শুধুমাত্র ৪ আঙ্গুলের ছাপ নেয়া হয়েছে এবং স্মার্ট এনআইডি কার্ড দেওয়া হয়নি, তাদের পুনরায় ১০ আঙুলের ছাপ গ্রহণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই কার্যক্রমটি ২০২৩ সাল থেকে হাতে নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। তবে যারা ইতিমধ্যে ১০ আঙুলের ছাপ দিয়ে স্মার্টকার্ড সংগ্রহ করেছেন তাদের আর আঙুলের ছাপ লাগবে না।

গত ২৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে ঢাকা অঞ্চলের সকল পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের ত্রৈমাসিক সমন্বয় সভায় এ তথ্য জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর।

অনুষ্ঠানে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন,

আমরা সেবা দেই। কিন্তু যদি গতি বাড়াতে না পারি, নাগরিকরা ক্ষতিগ্রস্ত হবেন। বর্তমানে যে হালনাগাদ করা হচ্ছে, এই ভোটার তালিকা দিয়ে আগামী জাতীয় নির্বাচন হবে। সুতরাং অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। কোনোভাবেই কেউ যেন বাদ না পড়ে এবং কেউ যেন একাধিকবার ভোটার হতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। নির্বাচন কর্মকর্তাদের পুরস্কারের পাশাপাশি তিরস্কারেরও ব্যবস্থা করতে হবে।

এনআইডির ডিজি বলেন,

আমরা যেহেতু আগামী ভোট (জাতীয় নির্বাচন) আরো সুন্দর করতে চাই, এ কারণে আমরা ফিঙ্গার প্রিন্ট কিন্তু আপডেট করব। যারা স্মার্টকার্ড নিয়েছেন, তারা ১০ আঙুলের ছাপ দিয়েছেন।

যারা ১০ আঙুলের ছাপ দেয়নি, আগামী জানুয়ারি (২০২৩) থেকে আমরা ১০ আঙুলের ছাপ নেওয়ার চেষ্টা করছি।

অর্থাৎ দেশে বর্তমানে ভোটার সংখ্যা প্রায় ১১ কোটি ৩২ লাখ। নির্বাচন কমিশনের তথ্যমতে, তাদের মধ্যে স্মার্ট কার্ড পেয়েছেন ৬ কোটির মতো নাগরিক। সুতরাং প্রায় সাড়ে ৫ কোটি ৩২ নাগরিককে আবার দিতে হবে ১০ আঙুলের ছাপ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *