বিদেশ থেকে ফিরেছেন? ভোটার হতে চান? এনআইডি পেতে চান ? ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় দলিলাদি
বিদেশ থেকে ফিরেছেন? ভোটার হতে চান? এনআইডি পেতে চান ? ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় দলিলাদি:
- অনলাইন জন্ম সনদ
- শিক্ষা সনদ (যদি থাকে)
- নাগরিকত্ব সনদ (কাউন্সিলর/ চেয়ারম্যান প্রদত্ত)
- মেয়াদ সম্বলিত বৈধ পাসপোর্টের কপি
- অনলাইনে পূরণকৃত ফরম ; আবেদনকৃত ফরম প্রিন্ট পূর্বক ৩৪ নং কলাম শনাক্তকারী (বাবা/মা/ভাই/বোন/ পরিচিত যে কারো) স্বাক্ষর ও এনআইডি নম্বর উল্লেখ করতে হবে
- আবেদনকৃত ফরম প্রিন্ট পূর্বক ৪১ নং কলাম যাচাইকারী (কাউন্সিলর/ চেয়ারম্যানের) এনআইডি নম্বর উল্লেখ করে স্বাক্ষর ও সিল লেপন করতে হবে; ইউটিলিটি বিলের কপি ( বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন, ট্যাক্স রশিদের কপি)
- পিতা, মাতা, স্বামী/স্ত্রীর NID কপি (মৃত হলে মৃত্যুর সন উল্লেখ করতে হবে) এবং → প্রযোজ্য ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ হতে প্রদত্ত দ্বৈত নাগরিকত্ব সনদ।
- UK, USA, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশ, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকত্ব গ্রহণকারীদের ক্ষেত্রে-
- সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব গ্রহণকালে পঠিতব্য শপথ বাক্যে নিজ দেশের (বাংলাদেশের) আনুগত্য প্রত্যাহারের বিষয় উল্লেখ না থাকলে দ্বৈত নাগরিকত্ব সনদের প্রয়োজন নেই।
- কিন্তু যদি প্রত্যাহারের বিষয় থাকে তাহলে দ্বৈত নাগরিকত্ব সনদের প্রয়োজন হবে।
- অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ প্রয়োজন নেই।
- বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশী নাগরিকগণের ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ হতে প্রদত্ত নাগরিকত্ব সনদ আবশ্যক।

