২০২২ এ যারা নতুন ভোটার হয়েছেন তারা দ্রুত এই নোটিশ দেখে নিন
যারা ২০২২ এ নতুন ভোটার হয়েছেন তাদের ভিতর কিছু সংখ্যক লোক ফর্ম নাম্বার দিয়ে এনাইডি বের করতে পেরেছেন এবং যারা পারতেছেন না তাদের জন্য নিরনির্বাচন কমিশন থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে, নোটিশ টি আপনারা দেখে নিন।
সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে সারা বাংলাদেশে একযোগে ভোটার তালিকা হালনাগাদ-২০২২ চলমান রয়েছে। যার কারণে নতুন ভোটারদের এনআইডি নম্বর পেতে দেরি হচ্ছে। এ কার্যক্রমে অন্তর্ভুক্ত সকল ভোটারদের খসড়া ভোটার তালিকা আগামী ২ জানুয়ারি ২০২৩ ইং তারিখে প্রকাশ করা হবে। উল্লেখিত তারিখের মধ্যে পর্যায়ক্রমে ভোটাদের প্রদত্ত মোবাইল নম্বরে এনআইডি নম্বর সম্বলিত এসএমএস প্রেরণ করা হবে। প্রকাশিত খসড়া ভোটার তালিকায় কারো তথ্য ভুল থাকলে উপযুক্ত দলিলাদিসহ অত্র কার্যালয়ে ১৭ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে আবেদন দাখিল করা যাবে এবং চূড়ান্ত ভোটার তালিকা আগামী ২ মার্চ ২০২৩ তারিখে প্রকাশ করা হবে। উল্লেখিত তারিখ পর্যন্ত সকল ভোটারদের ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য অনুরোধ করা হলো।
I am live in naogaon
Okay
I would like to thank you for the efforts youve put in penning this website. I really hope to check out the same high-grade content by you later on as well. In truth, your creative writing abilities has encouraged me to get my own website now 😉
Can i help you?