সার্টিফিকেট সংশোধন আবেদন সংক্রান্ত নোটিশ
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে এ বোর্ডের আওতাধীন সকল প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ১৯৯৬ সন থেকে এসএসসি ও এইচএসসি এবং ২০১০ সন থেকে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী নিজ/পিতা/মাতার নামের নিম্নোক্ত আক্ষরিক সংশোধনের জন্য এ বোর্ডের ওয়েবসাইট এর অভ্যন্তরীণ ই- সেবার অনলাইনে আক্ষরিক সংশোধনের আবেদন লিংকে প্রবেশ করে যথাযথভাবে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
- নিজ/পিতা/মাতার নামের কোন অংশে এমন অক্ষর সংযোজন বিয়োজন যাতে উচ্চারণের পরিবর্তন হয় না। উদাহরণ: Zillur Jillur, Shahidul Shohidul / Sohidul
- নিজ/পিতা/মাতার নামের ( Md, Mst, Mosa) কে পূর্ণ রূপ করা অথবা পূর্ণরূপ (Mohammad, Mosammat) কে সংক্ষেপ করা।
- নামের কোন অংশে ডট (.) / হাইফেন (-) বাদ দেয়া।
- নিজ/পিতা/মাতার নামের বিভিন্ন অংশ একসাথে করা অথবা অংশ বিশেষকে ভাগ করা। তবে এতে নামের পরিবর্তন
- গ্রহণযোগ্য হবে না।
- উদাহরণ: KAMRUNNAHAR KAMRUN NAHAR
- আবেদনকারীর নিজ নাম, পিতা ও মাতার নামের সাথে উপনাম ও পেশাগত পদবী যেমন Mr, Miss, Mrs, Late, Dr. Engineer, Advocate, Barristar, Professor, Principal, Mawlana, Moulvi, Haji, Kari, Sree ইত্যাদি শব্দ বাদ দেয়া।
- নিজ/পিতা/মাতার নামের পূর্বে MOHAMMAD / MD / MOHD এবং MOSAMMAT / MST /
- MOST MOSA সংযোজন ও বিয়োজন।
- নিজ নাম / পিতা/ মাতার নামে রেকর্ডপত্রে বিদ্যমান কোন অক্ষর পরিবর্তন বা সংযোজন / বিয়োজন করলে নামের
- উচ্চারণ পরিবর্তন হলে সেটি আক্ষরিক সংশোধন হবেনা।
- ৮। নিজ নাম / পিতা/মাতার নামে বিদ্যমান কোন অক্ষর পরিবর্তন বা সংযোজন / বিয়োজনের জন্য অনলাইনে আবেদনের সময় আবেদনকারীর ছবি, জন্মনিবন্ধন সনদ/ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সনদ, নিজ/পিতা/মাতার জাতীয়
- পরিচয় পত্র/পাসপোর্টের স্ক্যান কপি প্রমাণক হিসেবে অনলাইনে সংযুক্ত করতে হবে।
- আক্ষরিক সংশোধনের আবেদনের জন্য এফিডেভিট ও পত্রিকায় বিজ্ঞপ্তির প্রয়োজন নেই।
উল্লেখ্য বর্ণিত শর্তাবলী অনুযায়ী আবেদন না হলে সংশ্লিষ্ট আবেদন বাতিল বলে গণ্য হবে। ১৯৯৬ সন থেকে আক্ষরিক সংশোধনের আবেদন ম্যানুয়েল পদ্ধতি / সরাসরি গ্রহণ করা হবে না।
