স্মার্ট কার্ড হারিয়ে গেলে পাওয়ার সহজ উপায় | How to Get Lost NID Smart Card

How to Get Lost NID Smart Card
How to Get Lost NID Smart Card

বর্তমানে সময়ে যে এন আই ডি কার্ড দুই ধরনের তা আমরা সবাই জানি । একটা হচ্ছে লেমেনেটিং কার্ড , আরেকটা স্মার্ট বা প্লাস্টিকের কার্ড । যাদের লেমেনেটিং কার্ড সেটা হারিয়ে গেলে কিভাবে বের করবেন সেটা পরবর্তী পোস্টে পাবেন ।আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্মার্ট কার্ড ।এখন মূল টপিকে আসি , স্মার্ট কার্ড হারিয়ে গেলে কিভাবে নতুন স্মার্ট কার্ড পাবেন বা বের করবেন ?

থানায় জিডি করা

কিভাবে পাবেন তার প্রথম কাজ হচ্ছে থানায় জিডি করা ।

যে কোন ভাবে হারিয়ে গেলে প্রথমে থানায় জিডি করতেই হবে , কারনটা হচ্ছে পরবর্তীতে যখন নতুন স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে যাবেন এই জিডি কপি লাগবে ।

নতুন কার্ডের জন্য আবেদন করা

এটা সহজ যে নতুন স্মার্ট কার্ড বা কার্ডের জন্য আবেদন ছাড়া হবে না । আর আবেদনটি করতে হবে ,

স্মার্ট কার্ড হারিয়ে গেলে কি নতুন স্মার্ট কার্ড পাব ?

এক কথায় বর্তমানে আপনি দ্বিতীয় কোন স্মার্ট কার্ড পাবেন না , কিন্তু আপনি সার্ভার কপি পাবেন ।

সরকারি নিয়ম অনুযায়ী এখন ১টার বেশি স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে না ।

পরবর্তীতে কি স্মার্ট কার্ড পাওয়া যেতে পারে ?

এটা সঠিকভাবে বলা যায় না , হয়তো এখন না দিলেও ভবিষ্যতে আইন বা পরিবর্তিত হয়ে দিতে পারে ।

যাদের স্মার্ট কার্ড আছে তারা এখন কিভাবে যত্নে রাখবেন ?

আপনি আপনার স্মার্ট কার্ডটি সাধারণ লেমেনেটিং কার্ডের মতো করে নিয়ে ব্যবহার করতে পারবেন । স্মার্ট কার্ড লেমেনেটিং করতে চাইলে যে কোন কম্পিউটার দোকান থেকে করে নিতে পারবেন ।
এখানে একটা দেখার বিষয় আছে যে, স্মার্ট কার্ডের পুরো কাজ এখনো শুরু হয়নি কারন স্মার্ট কার্ডে যে সিমের মতো স্ক্যানের করার সিস্টেম আছে সেটা এখনো শুরু হয়নি , সো বলা যায় এখন আপনি সকল কাজ ওই লেমেনেটিং করা স্মার্ট কার্ড দিয়ে করতে পারবেন ।

সর্বশেষ কথা

সব সময় চেষ্টা করুন নিজের স্মার্ট কার্ডটি যত্নে রাখুন , যেহেতু স্মার্ট কার্ড দ্বিতীয়বার পাবেন না বা পাবার সম্ভাবনা খুবই কম তাই আমার মতে লেমেনেটিং স্মার্ট কার্ড ব্যবহার করাই হবে বুদ্ধিমানের কাজ ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *