স্মার্ট কার্ড হারিয়ে গেলে পাওয়ার সহজ উপায় | How to Get Lost NID Smart Card
বর্তমানে সময়ে যে এন আই ডি কার্ড দুই ধরনের তা আমরা সবাই জানি । একটা হচ্ছে লেমেনেটিং কার্ড , আরেকটা স্মার্ট বা প্লাস্টিকের কার্ড । যাদের লেমেনেটিং কার্ড সেটা হারিয়ে গেলে কিভাবে বের করবেন সেটা পরবর্তী পোস্টে পাবেন ।আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্মার্ট কার্ড ।এখন মূল টপিকে আসি , স্মার্ট কার্ড হারিয়ে গেলে কিভাবে নতুন স্মার্ট কার্ড পাবেন বা বের করবেন ?
থানায় জিডি করা
কিভাবে পাবেন তার প্রথম কাজ হচ্ছে থানায় জিডি করা ।
যে কোন ভাবে হারিয়ে গেলে প্রথমে থানায় জিডি করতেই হবে , কারনটা হচ্ছে পরবর্তীতে যখন নতুন স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে যাবেন এই জিডি কপি লাগবে ।
নতুন কার্ডের জন্য আবেদন করা
এটা সহজ যে নতুন স্মার্ট কার্ড বা কার্ডের জন্য আবেদন ছাড়া হবে না । আর আবেদনটি করতে হবে ,
স্মার্ট কার্ড হারিয়ে গেলে কি নতুন স্মার্ট কার্ড পাব ?
এক কথায় বর্তমানে আপনি দ্বিতীয় কোন স্মার্ট কার্ড পাবেন না , কিন্তু আপনি সার্ভার কপি পাবেন ।
সরকারি নিয়ম অনুযায়ী এখন ১টার বেশি স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে না ।
পরবর্তীতে কি স্মার্ট কার্ড পাওয়া যেতে পারে ?
এটা সঠিকভাবে বলা যায় না , হয়তো এখন না দিলেও ভবিষ্যতে আইন বা পরিবর্তিত হয়ে দিতে পারে ।
যাদের স্মার্ট কার্ড আছে তারা এখন কিভাবে যত্নে রাখবেন ?
আপনি আপনার স্মার্ট কার্ডটি সাধারণ লেমেনেটিং কার্ডের মতো করে নিয়ে ব্যবহার করতে পারবেন । স্মার্ট কার্ড লেমেনেটিং করতে চাইলে যে কোন কম্পিউটার দোকান থেকে করে নিতে পারবেন ।
এখানে একটা দেখার বিষয় আছে যে, স্মার্ট কার্ডের পুরো কাজ এখনো শুরু হয়নি কারন স্মার্ট কার্ডে যে সিমের মতো স্ক্যানের করার সিস্টেম আছে সেটা এখনো শুরু হয়নি , সো বলা যায় এখন আপনি সকল কাজ ওই লেমেনেটিং করা স্মার্ট কার্ড দিয়ে করতে পারবেন ।
সর্বশেষ কথা
সব সময় চেষ্টা করুন নিজের স্মার্ট কার্ডটি যত্নে রাখুন , যেহেতু স্মার্ট কার্ড দ্বিতীয়বার পাবেন না বা পাবার সম্ভাবনা খুবই কম তাই আমার মতে লেমেনেটিং স্মার্ট কার্ড ব্যবহার করাই হবে বুদ্ধিমানের কাজ ।