জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন বাতিল করার নিয়ম
জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন বাতিল করার দরখাস্ত
তারিখ: ২৭/১০/২০২৪
বরাবর,
উপজেলা নির্বাচন অফিসার
খুলনা সদর, খুওলনা – ৯০০০
বিষয়: জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন বাতিল করার আবেদন
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে আমি মোঃ রাকিব, পিতা: মোঃ বালি , গ্রাম/মহল্লা: খুলনা, ডাকঘর: খুলনা -৯০০০, জেলা: খুলনা সদর, বিগত ০৫/০৯/২০২৪ তারিখে অনলাইনে আমার ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করেছিলাম। আমার জাতীয় পরিচয়পত্র নম্বর 4608643456, জন্মতারিখ: ১০/০২/২০০০ ইং, উক্ত আবেদনটি এখনো অনুমোদিত হয়নি।
যে সমস্যার কারণে আমি এনআইডি সংশোধনের আবেদন করেছিলাম তা সমধান হয়ে যাওয়ার কারণে এখন আমি এনআইডি কার্ড সংশোধনের আবেদনটি বাতিল করতে ইচ্ছুক।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনটি বাতিল করে আমাকে বাধিত করবেন।
বিনীত নিবেদক –
নাম: মোঃ রাকিব
জাতীয় পরিচয়পত্র: 4608643456
মোবাইল: ০১৭৪১২৩৯০৭৫
জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন বাতিল ফরম পিডিএফ
NID সংশোধন আবেদন বাতিল ফরমের PDF ভার্সন অনেকেই খুঁজে থাকেন। আপনাদের সুবিধার্থে এনআইডি কার্ড সংশোধন করতে যে আবেদন বা দরখাস্ত করতে হয়, তার একটি PDF ভার্সন নিচে যুক্ত করে দিচ্ছি
এই পিডিএফ টি নামিয়ে নিয়ে আপনারা এটি প্রিন্ট করে নিবেন, এরপর, আপনার আবেদন বাতিলের কারণ, নিজের নাম, পিতা-মাতার নাম, এনআইডি কার্ডের নাম্বার সহ সকল তথ্য দিয়ে এটি উপজেলা নির্বাচন কমিশন অফিসার বরাবর জমা দিবেন, তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে ইনশাল্লাহ।
FAQ
কতদিনের মধ্যে জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন বাতিল করতে হবে?
জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন করার পর সাধারণত ৭ দিন থেকে ৪৫ দিন লাগে আবেদন অনুমোদন হতে। আবেদন অনুমোদন হওয়ার পূর্বে আবেদন বাতিল করতে হবে, এটির নির্দিষ্ট সময়সীমা নেই।
এনআইডি সংশোধন আবেদন বাতিল করতে কত টাকা লাগে?
এনআইডি কার্ড সংশোধন আবেদন করার পর উক্ত আবেদনটি বাতিল করতে শুধুমাত্র একটি দরখাস্ত লিখে কিংবা কম্পিউটারে টাইপ করে প্রিন্ট করে নিয়ে জমা দিতে হয়। আলাদা করে কোনো টাকা লাগেনা।
জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য আবেদন করার পর তা বাতিল করতে চেয়ে আবেদন করার পর উক্ত আবেদনটি অনুমোদন হয়ে সংশোধন আবেদন বাতিল হতে সাধারণত ৭ দিন থেকে শুরু করে ১৫ দিন পর্যন্ত সময় লেগে থাকে।
জাতীয় পরিচয়পত্র কিভাবে সংশোধন করা যায়?
জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন করার মাধ্যমে ভোটার আইডি কার্ডে থাকা ভুল তথ্য সংশোধন করা যায়। এনআইডি একাউন্ট রেজিস্টার করার পর একাউন্টে লগইন করতে হবে। অতঃপর, ভুল তথ্য সংশোধন করে সংশোধন ফি, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আইডি কার্ড সংশোধন করা যাবে।