জাতীয় পত্রে পিতা-মাতার নাম সম্পূর্ণ পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট ও প্রক্রিয়া

প্রয়োজনীয় ডকুমেন্টস

Contents hide
1 প্রয়োজনীয় ডকুমেন্টস

জাতীয় পত্রে পিতা-মাতার নাম নাম পরিবর্তনের জন্য আবেদনকারীর নিম্নোক্ত ডকুমেন্টস প্রস্তুত রাখা প্রয়োজনঃ

১) অনলাইন জন্ম সনদ

  • অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি প্রদান করতে হবে, যা সংশ্লিষ্ট পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করা যাবে।

২) শিক্ষা সংক্রান্ত দলিলপত্র (যেকোনো একটি বা একাধিক প্রযোজ্য হলে)

  • পিইসি (প্রাথমিক সমাপনী পরীক্ষা) সনদ
  • জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) সনদ
  • এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) সনদ
  • এইচএসসি (উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট) সনদ
  • অনার্স/মাস্টার্স সনদ
  • সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড অথবা মার্কশিট

৩) চাকরি বহি/পেনশন বহির সত্যায়িত কপি (সরকারি চাকরিজীবীদের জন্য)

  • সরকারি বা বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে চাকুরি বহি বা পেনশন বহির সত্যায়িত কপি প্রদান করতে হবে।

৪) রেজিস্টার্ড কাজী কর্তৃক প্রদত্ত কাবিননামা কপি (প্রযোজ্য ক্ষেত্রে)

  • যদি নাম পরিবর্তনের সাথে পারিবারিক বা বিবাহ সংক্রান্ত কোনো সম্পর্ক থাকে, তাহলে রেজিস্টার্ড কাজীর মাধ্যমে দেওয়া বিবাহ নিবন্ধনের (কাবিননামা) কপি সংযুক্ত করতে হবে।

৫) পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র (NID) কপি

  • পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের কপি আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে।

৬) ভাই/বোনের জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ/শিক্ষা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

  • পারিবারিক তথ্য যাচাইয়ের জন্য ভাই-বোনের জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ বা শিক্ষা সনদ সংযুক্ত করতে হতে পারে।

৭) ওয়ারিশ/পারিবারিক সনদ

  • ওয়ারিশ সনদ বা পারিবারিক সনদ প্রদান করতে হবে, যা সংশ্লিষ্ট পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করা যাবে।

৮) মুক্তিযোদ্ধা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

  • আবেদনকারী বা পিতা-মাতার মুক্তিযোদ্ধা পরিচয় থাকলে, মুক্তিযোদ্ধা সনদের অনুলিপি প্রদান করতে হবে।

৯) পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)

  • যদি আবেদনকারীর পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে সেগুলোর কপি সংযুক্ত করা লাগতে পারে।

১০) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-এর সম্মুখে সম্পাদিত হলফনামা

  • আদালতের মাধ্যমে একটি হলফনামা সম্পন্ন করতে হবে, যেখানে আবেদনকারীর বর্তমান ও পরিবর্তনযোগ্য নাম উল্লেখ থাকবে।

১১) ডিএনএ রিপোর্ট (পারস্পরিক অস্বীকৃতি/বিরোধের ক্ষেত্রে) (প্রযোজ্য হলে)

  • যদি নাম পরিবর্তনের ক্ষেত্রে কোনো বিরোধ বা পারস্পরিক অস্বীকৃতি থাকে, তাহলে ডিএনএ টেস্ট রিপোর্টের প্রয়োজন হতে পারে।

১২) উপজেলা/থানা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন (প্রযোজ্য ক্ষেত্রে)

  • যদি নির্বাচন কমিশন কর্তৃক যাচাই-বাছাই প্রয়োজন হয়, তাহলে সংশ্লিষ্ট উপজেলা বা থানার নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন সংগ্রহ করতে হতে পারে।

উপরোক্ত ডকুমেন্টগুলো সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাকাউন্ট রেজিস্টার করে আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে হবে।

জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনের বিভিন্ন ক্যাটাগরি | NID correction application categories

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *