নতুন ভোটারদের তথ্য ভুল হলে তা সংশোধনের জন্য ১২ দিনের সময় দিয়েছে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন আগামী ১০ আগস্ট হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে
নির্বাচন কমিশন (ইসি) আগামী ১০ আগস্ট হালনাগাদ ভোটার তালিকার প্রাথমিক খসড়া প্রকাশ করতে যাচ্ছে। এই তালিকায় কারও তথ্য ভুল থাকলে সংশোধনের জন্য ১২ দিনের সুযোগ দেওয়া হবে। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছেন
এবারের হালনাগাদ প্রক্রিয়ায় প্রায় ৪৪ লাখ নতুন ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন। তাদের তথ্য আগামী ১০ আগস্ট প্রকাশিত খসড়া সম্পূরক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
সংশোধন ও আবেদনের সময়সীমা
সম্পূরক তালিকা প্রকাশের পর নিম্নলিখিত বিষয়ে আবেদন করা যাবে ২১ আগস্ট পর্যন্ত:
- নতুন নাম অন্তর্ভুক্তির আবেদন
- মৃত বা অযোগ্য ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন
- ভোটার স্থানান্তরের আবেদন
- তথ্য সংশোধন বা ভুলত্রুটি দূর করার আবেদন
- জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনের বিভিন্ন ক্যাটাগরি
এক্ষেত্রে ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪ ব্যবহার করে সংশ্লিষ্ট অফিসে আবেদন জমা দিতে হবে।
নিষ্পত্তি ও চূড়ান্ত তালিকা প্রকাশ
আবেদনগুলো ২৪ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার নিষ্পত্তি করবেন। এরপর অন্যান্য প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
বর্তমান ভোটার সংখ্যা
বর্তমানে বাংলাদেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ১৮ লাখ।
এই সকল সুবিধা দেশের ৬৪ জেলার সকল উপজেলা নির্বাচন অফিসে পাওয়া যাবে ।
