জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র | Required documents for NID correction

আমাদের প্রায় সবারই জাতীয় পরিচয়পত্রে বিভিন্ন ধরণের ভুল রয়েছে। কারো নামের ভুল, পিতা মাতার নামের ভুল, জন্মতারিখ, ঠিকানার ভুল ইত্যাদি।

কিন্তু অনেকেই জানেন না, অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য কোন ক্ষেত্রে কি কাগজপত্র লাগে তাই আজ আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

নিজ নামের সংশোধনের ক্ষেত্রে

  • শিক্ষা সনদ (SSC/JSC/PSC)
  • অন্য নিবন্ধন সনদ (অনলাইন কপি)

শিক্ষা সনদ না থাকলে

  • ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট
  • নিকাহনামা (Marriage Certificate)
  • জন্ম নিবন্ধন সনদ (বাংলা ও ইংরেজি অনলাইন কপি)
  • সন্তানের NID/ জন সনদ/ শিক্ষা সনদ
  • চাকরিজীবী হলে সার্ভিসবুকের কপি

পিতা-মাতার নাম সংশোধনের ক্ষেত্রে

  • পিতা-মাতার NID. মৃত্যু হলে মৃত্যু সনদ (অনলাইন)
  • জন্ম নিবন্ধন সনদ (অনলাইন কপি)
  • শিক্ষা সনদ (SSC/JSC/PSC)
  • ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট
  • পারিবারিক সনদ (NID নাম্বার সহ)
  • সকল ভাইবোনদের NID কার্ড
  • হলফনামা

জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে

  • শিক্ষা সনদ (SSC/JSC/PSC)
  • জন নিবন্ধন সনদ (অনলাইন কপি)
  • ওয়ারিশান সনদ (NID নাম্বার সহ)

শিক্ষা সনদ না থাকলে

  • ড্রাইভিং লাইসেন্স/পাসপোট
  • নিকাহনামা (Marriage Certificate) জন্ম নিবন্ধন সনদ (বাংলা ও ইংরেজি অনলাইন কপি)
  • হলফ নামা
  • চাকরিজীবী হলে সার্ভিসবুকের কপি

    বয়স সংশোধন (৫) পাচ বছরের বেশি হলে

    • সিভিল সার্জন কর্তিক রেডিওলোজিক্যাল প্রত্যয়নপত্র
    • উপজেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক তদন্ত প্রতিবেদন

    স্বামী/স্ত্রীর নামের সংশোধনের ক্ষেত্রে

      নতুন বিবাহিত হলে

      • স্বামী/স্ত্রীর NID কার্ড
      • নিকাহনামা (Marriage Certificate): ভালাকপ্রাপ্ত হলে: তালাকনামা, নিকাহনামা (নতুন ও পুরাতন)

      ভালাকপ্রাপ্ত হলে

      • তালাকনামা
      • নিকাহনামা (নতুন ও পুরাতন)
      • নতুন স্বামী/স্ত্রীর NID কার্ড

      স্থায়ী ঠিকানা সংশোধনের ক্ষেত্রে

      • নিবন্ধন সনদ (অনলাইন কপি)
      • নাগরিকত্ব সনদ
      • ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/পানি/গ্যাস বিলের কপি)
      • জমির দলিল

      ভোটার এলাকা স্থানান্তরের ক্ষেত্রে

      • যে এলাকায় স্থানান্তরিত হবেন যে এলাকার চেয়ারম্যান/মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ
      • ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/পানি/গ্যাস বিলের কপি)
      • যে এলাকায় স্থানান্তরিত হবেন যে এলাকায় নিজের নামে অথবা পিতার নামে মাঠপর্চা/জমির দলিল

      রক্তের গ্রুপ ও মোবাইল নং সংযুক্তি/সংশোধনের ক্ষেত্রে

      • ব্লাড টেস্টের মেডিক্যাল সার্টিফিকেট
      • সংশ্লিষ্ট মোবাইল কোম্পানীর কাস্টমার কেয়ার কর্তৃক প্রত্যয়নপত্র (যে মোবাইল নম্বরটি ঐ ব্যক্তি NID দিয়ে ক্রয় করা হয়েছে)।

      বি-দ্রঃ উল্লিখিত সকল কাগজপত্র ফটোকপি হলে অবশ্যই গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। প্রয়োজন সাপেক্ষে আরও কাগজপত্র দরকার হতে পারে।

      🔥 গুগল নিউজে বিডি এনআইডি সাইট ফলো করতে এখানে ক্লিক করুন 🔥

      Similar Posts

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *