এসএমএস এ এনাইডি নাম্বার আসার পরেও অনলাইনে রেজিস্ট্রার করতে গেলে ভুল দেখাচ্ছে?

২০২২ সালের হালনাগাদের নিবন্ধিত নতুন যে সব ভোটারগন এখনো NID নম্বর পাননি, তারা যাতে তাদের NID নম্বর দ্রুততম সময়ে পেতে পারে সেজন্য দেশের সকল উপজেলা/থানা নির্বাচন অফিসারগণ একযোগে কাজ করছেন।

আশা করা যায় আগামী এক সপ্তাহের ভিতরই সবার AFIS (ফিংগার প্রিন্ট) যাচাই সম্পন্ন হবে।

এবং যারা এনাইডি নাম্বার পাওয়ার পরেও রেজিস্ট্রার করতে পারতেছেন না তার তারা ২/৩ দিন পর চেষ্টা করুন
একসাথে অনেকের তথ্য অনলাইনে আপডেট হতে একটু দেরি হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *